আসসালামুয়ালাইকুম
আজকের পোস্ট এর মাধ্যমে আমরা ইউটিউবে থামনেল এর ব্যবহারের জন্য কয়েকটি বাংলা ফন্ট নিয়ে কথা বলবো এই ফন্টগুলো ব্যবহারের মাধ্যমে আপনার ইউটিউব ভিডিও থামনেলকে আরও বেশি আকর্ষণীয় করে তুলতে পারেন।
প্রথমে জেনে নেওয়া যাক ফ্রন্ট কি?
সহজ ভাষায় বলতে গেলে Font হচ্ছে লেখার বিভিন্ন ধরনের ডিজাইন বা স্টাইল অর্থাৎ আপনি একটা লেখা লিখেছেন সেই লেখাটা আপনি ইচ্ছা করলে বিভিন্ন স্টাইল ডিজাইন দিতে পারেন ফন্ট পরিবর্তনের মাধ্যমে খুব সহজেই।
আপনি চাইলে নিচের লিঙ্ক থেকে এই চ্যানেলের ভিডিও থামনেল গুলো দেখে আসতে পারেন। এটাতে বিভিন্ন স্টাইলের বাংলা ফন্ট ব্যবহার করা হয়েছে এবং সেইসাথে এটিও জেনে রাখি আপনাদের এই চ্যানেলে থামনেল ও আমি নিজেই এডিট করি। আপনি চাইলে আমাদের চ্যানেলটি ঘুরেও দেখতে পারেন।
এখানে Font গুলি দিয়ে দিলাম আপনি ডাউনলোড বাটনে ক্লিক করে Font গুলো ডাউনলোড করে নিতে পারবেন।
1. Alinur Subas (আলিনুর সুবাস) Bangla Free Font
2. Shorif Shishir (শরীফ শিশির)Bangla font free
3. Shamim Cholontika (শামীম চলন্তিকা) Bangla font free
4.Chitrok Unicode (চিত্রক ফন্ট) Bangla font
5. Azad Feni (আজাদ ফেনী)
6. Ador Noirrit (আদর নৈর্ঋত) Free Bangla Font
*এই ফন্ট লিপিঘর (Lipighor.com) ওয়েবসাইটে ব্যবহার করা হয়েছে।
7. Shokuntola (শকুন্তলা ) Free Bangla Font
8. HasanMeghaloy (হাসান মেঘালয়) Free Bangla Font
পিকচারে হাসান মেঘালয় মাত্রা ছাড়া ফন্টটি ব্যবহার করা হয়েছে।
যে Font আপনার কাছে ভালো লাগে সেটা ডাউনলোড করে নিন এবং আপনার ডিভাইসে ইন্সটল করে নিন। এখানে যতগুলো ফন্ট রয়েছে সবগুলোই ফন্ট ইউনিকোড ফরমেটের।
এখানে একটি বিষয় বলে রাখা ভালো যে কিছু কিছু Fotn Zip ফাইল আকারে প্রোভাইড করা হয়েছে। আপনি Zip ফাইলটি Download করার পরে Unzip করে সরাসরি .Ttf ফরমেটের যে ফন্ট সেটি Install করে নিতে পারেন। আরেকটি কথা বলে রাখি যে Unzip করার পরে একটি ফন্টের অনেকগুলো Formate হতে পারে। তবে আপনি সবসময় চেষ্টা করবেন যে Font ফাইলের শেষের দিকে.ttf ফরমেট রয়েছে সেটি Install করতে।
Desktop ডিভাইসে কিভাবে Unzip করবেন?
ডেক্সটপ ডিভাইসে Font ইন্সটল করার জন্য প্রথমে আপনি Winrar / 7zip অথবা অন্য সফটওয়্যার ইন্সটল করে নিন। Winrar অথবা 7Zip সফটওয়ারের মাধ্যমে আপনি খুব সহজেই ডেক্সটপে যেকোন Zip ফাইল Unzip করতে পারেন।
দুইটির যেকোনো একটি সফটওয়্যার ইন্সটল করার পরে আপনি যে Zip ফাইল ডাউনলোড করেছেন, সে জিপ ফাইল সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করুন।
তারপরে Extract Here লেখা দেখতে পাবেন, এখানে ক্লিক করুন। সাথে সাথে আপনার Zip ফাইলটি Unzip হয়ে যাবে এবং Unzip Font File থেকে .ttf Type এর ফন্টটি ইন্সটল করে নিন।
Desktop এ যেভাবে Install করবেন
.ttf Font এর উপরে মাউসের Cursor রেখে Left Botton এ দুইবার ক্লিক করলেই Install এর Option আসবে Install এ ক্লিক করুন একটু অপেক্ষা করুন Install হয়ে যাবে।
মোবাইল ডিভাইস
আজকাল বেশিরভাগ মোবাইলে Zip ফাইল Unzip করার পদ্ধতি আগে থেকে দেওয়া আছে। তবে যে মোবাইল গুলোতে Unzip করার অপশন নেই, সেই মোবাইলগুলোতে প্লে স্টোর থেকে Apps ডাউনলোড করে কাজ করতে পারেন। Zip ফাইল Extract/Unzip করার জন্য Play store এ অনেক অ্যাপস রয়েছে আপনি সেগুলো ব্যবহার করে খুব সহজে কাজটি করতে পারেন।
ফাইলটি এক্সট্রাক্ট করার পরে মোবাইলে আপনি কম্পিউটারের মত ফন্টটি ইন্সটল করতে পারবেন না।
তাহলে এই Font গুলো মোবাইলে কিভাবে ব্যবহার করবেন। মোবাইলে আপনি যে Apps এ Picture অথবা Video Edit করেন সেই Apps গুলোতে আপনি ফন্টটি Add করে ব্যবহার করতে পারেন।
মোবাইলে Pixellab Photo Editor এ যেভাবে কাষ্টম ফন্ট ব্যবহার করবেন?
মোবাইলে PowerDirector - Video Editor App এ যেভাবে কাষ্টম ফন্ট ব্যবহার করবেন?
মোবাইলে Picsart Photo & Video Editor এ যেভাবে কাষ্টম ফন্ট ব্যবহার করবেন?
ধন্যবাদ।
আপনার কোথাও বুঝতে সমস্যা হলে অথবা কোন মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন ╰(*°প্রিয়°*)╯💕 😉।