সেরা কয়েকটি Bangla Font ইউটিউব ভিডিও Thumbnail এর জন্য - Azad Feni

Youtube Thumbnail এর সেরা কয়েকটি বাংলা ফন্ট - আজাদ ফেনী
Please wait 0 seconds...
Scroll Down and click on Go to Link for destination
Congrats! Link is Generated

আসসালামুয়ালাইকুম 

আজকের পোস্ট এর মাধ্যমে আমরা ইউটিউবে থামনেল এর ব্যবহারের জন্য কয়েকটি বাংলা ফন্ট নিয়ে কথা বলবো এই ফন্টগুলো ব্যবহারের মাধ্যমে আপনার ইউটিউব ভিডিও থামনেলকে আরও বেশি আকর্ষণীয় করে তুলতে পারেন। 

Bangla Font For Youtube, Blogger, Werbsite


প্রথমে জেনে নেওয়া যাক ফ্রন্ট কি?

সহজ ভাষায় বলতে গেলে Font হচ্ছে লেখার বিভিন্ন ধরনের ডিজাইন বা স্টাইল অর্থাৎ আপনি একটা লেখা লিখেছেন সেই লেখাটা আপনি ইচ্ছা করলে বিভিন্ন স্টাইল ডিজাইন দিতে পারেন ফন্ট পরিবর্তনের মাধ্যমে খুব সহজেই।

আপনি চাইলে নিচের লিঙ্ক থেকে এই চ্যানেলের ভিডিও থামনেল গুলো দেখে আসতে পারেন। এটাতে বিভিন্ন স্টাইলের বাংলা ফন্ট ব্যবহার করা হয়েছে এবং সেইসাথে এটিও জেনে রাখি আপনাদের এই চ্যানেলে থামনেল ও আমি নিজেই এডিট করি। আপনি চাইলে আমাদের চ্যানেলটি ঘুরেও দেখতে পারেন।

এখানে Font গুলি দিয়ে দিলাম আপনি ডাউনলোড বাটনে ক্লিক করে Font গুলো ডাউনলোড করে নিতে পারবেন।

1. Alinur Subas (আলিনুর সুবাস) Bangla Free Font

Alinur Subas (আলিনুর সুবাস) Bangla Free Font


Download


2. Shorif Shishir (শরীফ শিশির)Bangla font free

Shorif Shishir (শরীফ শিশির)Bangla font free

Download


3. Shamim Cholontika (শামীম চলন্তিকা) Bangla font free

Shamim Cholontika (শামীম চলন্তিকা) Bangla font free

Download


4.Chitrok Unicode (চিত্রক ফন্ট) Bangla font

Chitrok Unicode (চিত্রক ফন্ট) Bangla font

1. Download(Direct)

2. Download(Google Drive)


5. Azad Feni (আজাদ ফেনী)

Azad Feni (আজাদ ফেনী)

1. Buy Now

2. Download

6. Ador Noirrit (আদর নৈর্ঋত) Free Bangla Font

*এই ফন্ট লিপিঘর (Lipighor.com) ওয়েবসাইটে ব্যবহার করা হয়েছে।

Ador Noirrit (আদর নৈর্ঋত) Free Bangla Font

Donwload


7. Shokuntola (শকুন্তলা ) Free Bangla Font

1. Donwload(Direct)

2. Donwload(Google Drive)


8. HasanMeghaloy (হাসান মেঘালয়) Free Bangla Font 

হাসান মেঘালয় / HasanMeghaloy

পিকচারে হাসান মেঘালয় মাত্রা ছাড়া ফন্টটি ব্যবহার করা হয়েছে।

Donwload

যে Font আপনার কাছে ভালো লাগে সেটা ডাউনলোড করে নিন এবং আপনার ডিভাইসে ইন্সটল করে নিন। এখানে যতগুলো ফন্ট রয়েছে সবগুলোই ফন্ট ইউনিকোড ফরমেটের।

এখানে একটি বিষয় বলে রাখা ভালো যে কিছু কিছু Fotn Zip ফাইল আকারে প্রোভাইড করা হয়েছে। আপনি Zip ফাইলটি Download  করার পরে Unzip করে সরাসরি .Ttf ফরমেটের যে ফন্ট সেটি Install করে নিতে পারেন। আরেকটি  কথা বলে রাখি যে Unzip করার পরে একটি ফন্টের অনেকগুলো Formate হতে পারে। তবে আপনি সবসময় চেষ্টা করবেন যে Font  ফাইলের শেষের দিকে.ttf  ফরমেট রয়েছে সেটি Install করতে। 


Select TTF

Desktop ডিভাইসে কিভাবে Unzip করবেন? 

ডেক্সটপ ডিভাইসে Font ইন্সটল করার জন্য প্রথমে আপনি Winrar / 7zip অথবা অন্য সফটওয়্যার ইন্সটল করে নিন। Winrar অথবা 7Zip সফটওয়ারের মাধ্যমে আপনি খুব সহজেই ডেক্সটপে যেকোন Zip ফাইল Unzip করতে পারেন।

দুইটির যেকোনো একটি সফটওয়্যার ইন্সটল করার পরে আপনি যে Zip ফাইল ডাউনলোড করেছেন, সে জিপ ফাইল সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করুন। 

Extract-Here


তারপরে Extract Here লেখা দেখতে পাবেন, এখানে ক্লিক করুন। সাথে সাথে আপনার Zip ফাইলটি Unzip হয়ে যাবে এবং Unzip Font File থেকে .ttf  Type এর ফন্টটি ইন্সটল করে নিন।


Desktop এ যেভাবে Install করবেন

.ttf Font এর উপরে মাউসের Cursor রেখে Left Botton এ দুইবার ক্লিক করলেই Install এর Option আসবে Install এ ক্লিক করুন একটু অপেক্ষা করুন Install হয়ে যাবে। 

Install Font


মোবাইল ডিভাইস

আজকাল বেশিরভাগ মোবাইলে Zip ফাইল Unzip করার পদ্ধতি আগে থেকে দেওয়া আছে। তবে যে মোবাইল গুলোতে Unzip করার অপশন নেই, সেই মোবাইলগুলোতে প্লে স্টোর থেকে Apps ডাউনলোড করে কাজ করতে পারেন। Zip ফাইল Extract/Unzip করার জন্য Play store এ অনেক অ্যাপস রয়েছে আপনি সেগুলো ব্যবহার করে খুব সহজে কাজটি করতে পারেন। 

Mobile-Zip-File-Extractor


ফাইলটি এক্সট্রাক্ট করার পরে মোবাইলে আপনি কম্পিউটারের মত ফন্টটি ইন্সটল করতে পারবেন না।

তাহলে এই Font গুলো মোবাইলে কিভাবে ব্যবহার করবেন। মোবাইলে আপনি যে Apps এ Picture অথবা Video Edit করেন সেই Apps গুলোতে আপনি ফন্টটি Add করে ব্যবহার করতে পারেন।


মোবাইলে Pixellab Photo Editor এ যেভাবে কাষ্টম ফন্ট ব্যবহার করবেন?

মোবাইলে PowerDirector - Video Editor App এ যেভাবে কাষ্টম ফন্ট ব্যবহার করবেন?

মোবাইলে Picsart Photo & Video Editor এ যেভাবে কাষ্টম ফন্ট ব্যবহার করবেন?


ধন্যবাদ। 

আপনার কোথাও বুঝতে সমস্যা হলে অথবা কোন মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন ╰(*°প্রিয়°*)╯💕 😉। 



একটি মন্তব্য পোস্ট করুন

Other post

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.