আসসালামু আলাইকুম।
লালবাগ কেল্লা (Lalbagh) রাজধানী ঢাকার দক্ষিণ পশ্চিমাঞ্চলে বুড়িগঙ্গা নদীর তীরে (পুরান ঢাকার) লালবাগ এলাকায় অবস্থিত।
গাবতলী, গুলিস্তান, মহাখালী থেকে লালবাগ যাওয়ার জন্য ঢাকেশ্বরী মন্দিরের সামনের নামার পরে, একটি রিক্সা নিয়ে অথবা হেঁটে যেতে পারেন লালবাগ কেল্লায়। সরকারি ছুটির দিনে লালবাগ কেল্লায় অবস্থিত জাদুঘর সাধারণত বন্ধ থাকে। আমি লালবাগ কেল্লায় গেছি। আমিও প্রথমে বিভ্রান্তির মধ্যে ছিলাম যে লালবাগ কেল্লার টিকিট কত টাকা। সরকারি ছুটির দিনে বন্ধ নাকি খোলা থাকে। এ ছাড়া আরও বিস্তারিত বিষয় নিয়ে।
লালবাগ কেল্লায় যাওয়ার পরে দেখি, ভিতরে প্রবেশ করতে প্রথমেই লালবাগ কেল্লার সিটিজেন চার্টার লক্ষ্য করলাম এবং ছবি তুলে রাখলাম। এই সিটিজেন চার্টারে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। কখন খোলা থাকে, কত টাকা টিকিট, দিনে কতক্ষণ খোলা থাকে, লালবাগ কেল্লায় অবস্থিত জাদুঘর কোন দিন বন্ধ থাকে এছাড়াও আরো প্রয়োজনীয় সকল প্রকার তথ্য এখানে দেওয়া আছে। তাই আমি ভাবলাম এই সিটিজেন চার্টার এর ছবিটি আপনাদের সাথে শেয়ার করা যেতে পারে।
যাতে লালবাগ যাওয়ার পূর্বে আপনি, সবকিছু জেনে একটি পূর্ব পরিকল্পনা করে যেতে পারেন।
লালবাগ কেল্লা খোলার সময় সূচি সহ বিস্তারিত সব কিছু জানতে পারবেন নিচের ডাউনলোড লিংক এর পিকচার থেকে।