বাংলাদেশের সেরা কয়েকটি ডোমেইন হোস্টিং প্রোভাইডার | Himelweb

দেখে নিন বাংলাদেশি সেরা কয়েকটি ডোমেইন হোস্টিং কোম্পনি।
Please wait 0 seconds...
Scroll Down and click on Go to Link for destination
Congrats! Link is Generated

হ্যালো বন্ধুরা, আমরা যখন একটি ফেসবুক পেইজ বা ইউটিউব চ্যানেল, একটা বিজনেস পেজ বা প্রতিষ্ঠান খুলি, প্রতিষ্ঠানের প্রচার-প্রচারণা বিশ্বস্থতা অর্জনের জন্য আমাদের প্রথমেই একটি ওয়েবসাইটের প্রয়োজন হয়।

best bangladeshi Domain hosting company


 একটা ওয়েবসাইটের মাধ্যমে সেই প্রতিষ্ঠানের কার্যক্রম যোগাযোগ পদ্ধতি, অবস্থান ইত্যাদি সম্পর্কে জানতে পারি। এছাড়াও ওই প্রতিষ্ঠান আরও অনেক তথ্য আমরা ওয়েবসাইটের মাধ্যমে পেয়ে থাকি কিন্তু আমরা যখন নিজে নিজেই ওয়েবসাইট খুলতে চাই তখন দেখা যায় আমাদের অনেকের কাছে মাস্টার কার্ড থাকেনা So আমরা বিদেশি কোনো ডোমেইন হোস্টিং প্রোভাইডার Company এর কাছ থেকে ডোমেইন হোস্টিং কিনতে ব্যর্থ হই। 

আপনারা অবশ্যই জানেন যে বাংলাদেশের ডোমেইন হোস্টিং এর চেয়ে Namecheep  বা Goodady এর ডোমেইন-হোষ্টিং গুলো অনেক উন্নত মানের এবং তুলনামূলক ভাল সার্ভিস দিয়ে থাকে। এই কোম্পানিগুলোর ডোমেইন, হোস্টিং এর স্পিড তুলনামূলক বেশি হয়ে থাকে। তাদের সার্ভার ডাউন এর কোনো প্রবলেম নেই বললেই চলে । ডোমেইন হোস্টিং এর যে কোনো ধরনের সমস্যায় আপনি 24 ঘন্টায় তাদের অনলাইন সাপোর্ট পাবেন।

এবার আসা যাক বাংলাদেশি ডোমেইন হোস্টিং প্রোভাইডারদের নিয়ে। দিন দিন টেকনোলজি যেমন উন্নত হচ্ছে তেমনি বাংলাদেশি ডোমেইন হোস্টিং কোম্পানি গুলো উন্নত মানের হচ্ছে। আর আমি বাংলাদেশী বেশ কয়েকটি ডোমেইন হোস্টিং কোম্পানির ডোমেইন এবং হোস্টিং ব্যবহার করেছি তারমধ্যে বেশিরভাগ কোম্পানির ডোমেইন-হোষ্টিং গুলো বেশ উন্নত মানের, মোটামুটি ভালো স্প্রিট পেয়েছি এবং সার্ভার ডাউনের প্রবলেম আমার চোখে কখনো পড়েনি, ওয়েবসাইটে যে কোন সমস্যায় তাদের নক করেছি এবং তারা সমস্যার সমাধান করে দিয়েছে, 24 ঘন্টা লাইভ সাপোর্ট পেয়েছি।

তারা আমাদের কাছে চিপ রেটে ডোমেইন-হোষ্টিং প্রোভাইড করে থাকে। আপনি  বিকাশ, রকেট, নগদ অথবা বাংলাদেশি যেকোন অনলাইন মোবাইল ব্যাংকিং এবং যেকোন ব্যাংক এর  মাধ্যমে আপনার ডোমেইন হোস্টিং ক্রয় পারেন। এমন কয়েকটি ডোমেইন হস্টিং কম্পানির website লিংক আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন আর কথা না বাড়িয়ে ওয়েবসাইটগুলো দেখে নেই। আপনার ডোমেইন কেনার সময় অবশ্যই .com ডোমেইন কেনার চেষ্টা করবেন। কারন .com ডোমেইন গুলো আজকাল সারাবিশ্বে অনেক জনপ্রিয় ।. com ডোমেইন এর মাধ্যমে আপনি আপনার ভিজিটর এর কাছে খুব সহজে বিশ্বস্ত তা অর্জন করতে পারবেন। হোস্টিং এর ক্ষেত্রে যে কোন SSD হোস্টিং প্যাকেজ কিনতে পারেন।

1. Intelwebhost.com

intelwebhost


2. Putulhost.com

putulhost

3. www.dianahost.com

Dianahost



মোবাইলে wifi কানেক্ট থাকা অবস্থায় hotspot এর মাধ্যমে ইন্টারনেট শেয়ার করুন। এইখানে ক্লিক করে ফুল পোস্ট পড়ে নিন।

বাংলায় Voice typeing করার তিনটি পদ্ধতি। পদ্ধতি গুলো জেনে রাখুন এবং দ্রুত টাইপ করুন ।এইখানে ক্লিক করে ফুল পোস্ট পড়ে নিন।






একটি মন্তব্য পোস্ট করুন

Other post

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.