অনেকদিন পর নতুন একটি পোস্ট লিখছি। এই পোস্টে আমরা টেলিটক বর্ণমালা সিমের কিছু অফার সম্পর্কে কথা বলব ।
আমি অনেক দিন ধরেই টেলিটক সিম ব্যবহার করি এবং এর সুযোগ-সুবিধা ও যথেষ্ট ভাল। তাই ভাবলাম টেলিটকের সুযোগ-সুবিধা নিয়ে আপনাদের জন্য একটি পোষ্ট লেখায় যায়।
আমরা সকলেই জানি বাংলাদেশের সকল অপারেটরের চেয়ে টেলিটকে কল রেট, মিনিট এবং ইন্টারনেট কম মূল্যে কিনা যায়। টেলিটক সিম ব্যবহার করে অনেক সাশ্রয় মূল্যে কথা বলা যায় অন্যান্য অপারেটরের চেয়ে।
কিন্তু এটা আমাদের অবশ্যই মানতে হবে সিটি বা থানা পর্যায় ছাড়া বর্তমানে সব জায়গাতে টেলিটকের 3G Available নেই বললেই চলে। তবে বেশিরভাগ উপজেলা বা থানা পর্যায়ে টেলিটকে 3G রয়েছে।
তো যাই হোক, আমরা যারা টেলিটক ব্যবহার করি। টেলিটকের অনেক আকর্ষণীয় অফার রয়েছে । তার মধ্যে আমি আজকে মাত্র দুটি অফারের কথা বলব। ভবিষ্যতে আমি টেলিটকের যতগুলো অফার সম্পর্কে জানতে পারবো এই পোস্টে আস্তে আস্তে আপডেট করে দিব।
আমি যে অফার গুলোর কথা বলব এগুলো টেলিটকের অফারের লিস্টে আছে কিনা জানা নাই। আমি রিচার্জ করার পরে অফার গুলো পেয়েছি, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক। আপনারা অনেক উপকৃত হবেন।
১. টেলিটকে যেকোনো রিচার্জ পয়েন্ট অথবা টেলিটক রিটেইল সিম থেকে আপনি ১৭টাকা রিচার্জ করলে ১৫ দিন মেয়াদে 2GB পাবেন। অফারটি টেলিটকের যে কোন সিমে পাবেন।
(⚠ শর্ত এই অফারটি প্রতি মাসে দুইবার নিতে পারবেন। প্রথমবার ১৭ টাকা রিচার্জে ২ GB মেয়াদ ১৫ দিন। মেয়াদ থাকা অবস্থায় যদি আপনার মেগাবাইট শেষ হয় অথবা আবার ১৭ টাকায় 2GB কিনতে চান সে ক্ষেত্রে নিতে পারবেন না। এই ১৫ দিন মেয়াদ শেষ হওয়ার পরে আপনি আবার ১৭ টাকায় ২ জিবি নিতে পারবেন। সহজ কথায় ২ জিবি কেনার পরে ১৫ দিনের মধ্যে আপনি ওই সিমে আবার ১৭ টাকায় ২ জিবি কিনতে পারবেন না। এই দুই জিবির মেয়াদ শেষ হওয়ার পরে আবার কিনতে পারবেন। )
২. এই অফারটি শুধু টেলিটক বর্ণমালা সিমে পাবেন। জানিনা টেলিটকের অন্যান্য কোন সিমে পাবেন কিনা। আমি বর্ণমালা ছাড়া টেলিটকের অন্য কোন সিমে চেষ্টা করে দেখিনি। টেলিটক যেকোনো রিচার্জ পয়েন্ট থেকে বা রিটেইলার সিম থেকে ৩০ টাকা রিচার্জ করলে Teletalk থেকে টেলিটক সিমে ৩০ মিনিট, ৬০ এমবি(MB), ৩০টি এসএমএস(SMS) ফ্রি পাবেন ৩ দিনের জন্য, সে সাথে মূল ব্যালেন্সে ৩০ টাকা থাকছেই। ৩০ টাকা করে যতবার রিচার্জ করবেন, ততবারই অফারটি পাবেন।
(টেলিটক ওয়েবসাইট থেকে )
৩. ভয়েস কল (যেকোনো লোকাল অপারেটরে) ৪৫ পয়সা/মিনিট ।
৪. ১০ জিবি(GB) = ১৮৬ টাকা (মেয়াদ ৩০ দিন), অফারটি নিতে এই কোড : *১১১*৬১৬# ডায়াল করুন।
৫. ২৩ মিনিট টাকা ১৪ মেয়াদ ৩ দিন অফারটি নিতে - *১১১*১৪# ডায়াল করুন।
♥️ ধন্যবাদ প্রিয় পোষ্টটি পড়ার জন্য ♥️